না জানি কোন ছন্দে এ কি দোলা জাগে
আজ আমার এত কেন ভালো লাগে
না জানি কোন ছন্দে এ....
Song details
Lyrics
না জানি কোন ছন্দে এ কি দোলা জাগে
আজ আমার এত কেন ভালো লাগে
না জানি কোন ছন্দে এ কি দোলা জাগে
আজ আমার এত কেন ভালো লাগে
আজ আমার এত কেন ভালো লাগে
ঝিরঝিরঝির হাওয়ায় দোলা বনফুলের কুঞ্জে
গুনগুনগুন সারাবেলা মৌমাছি ঐ গুঞ্জে
গুনগুনগুন সারাবেলা মৌমাছি ঐ গুঞ্জে
এ জীবনে এ লগন আসেনি তো আগে
আজ আমার এত কেন ভালো লাগে
না জানি কোন ছন্দে এ কি দোলা জাগে
আজ আমার এত কেন ভালো লাগে
আজ আমার এত কেন ভালো লাগে
ওরে পলাশ, পারুল, তোরা শোন
হায় হারিয়ে গেছে আমার মন
ওরে পলাশ, পারুল, তোরা শোন
হায় হারিয়ে গেছে আমার মন
বুঝি আকাশে বাতাসে তাই এ দোলা জাগে
আজ আমার এত কেন ভালো লাগে
রিমঝিমঝিম নেশা লাগে মহুল ফুলের গন্ধে
রুমঝুমঝুম কার নূপুরের সুর বাজে ছন্দে?
রুমঝুমঝুম কার নূপুরের সুর বাজে ছন্দে?
এ জীবন যেন আজ ভরে অনুরাগে
আজ আমার এত কেন ভালো লাগে
না জানি কোন ছন্দে এ কি দোলা জাগে
আজ আমার এত কেন ভালো লাগে
আজ আমার এত কেন ভালো লাগে
…………………………
Song: Na Jani Kon Chhande
Film Title: Shikar
Artist: Sandhya Mukhopadhyay
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder