নবির তরিকতে দাখিল হলে
সকল জানা যায়।
Song details
Song -নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়
Singers - Babu Fakir
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
নবির তরিকতে দাখিল হলে
সকল জানা যায়।
কেনরে মন কলির ঘোরে
ঘুরছো ডানে বাঁয়।।
আউয়ালে বিসমিল্লাহ্ বর্ত
মূল জানো তার তিনটি অর্থ।
আগমে বলেছে সত্য
সে ভেধ ডুবে জানতে হয়।।
নবি আদম খোদ বেখোদা
এ তিন কভু নাহি জুদা।
আদমকে করিলে সেজদা
আলকজনা পায়।।
যথায় আলক মোকাম বারি
সফিউল্লাহ তাহার সিঁড়ি।
লালন বলে মনের বেড়ি
লাগাও মুর্শিদের পায়।।