নমাজ আমার হইল না আদায়
নমাজ আমি পড়তে পারলাম না,
দারুণ খান্নাছের দায়।।
ফজরের....
Song details
Song -নমাজ আমার হইল না আদায়
Singers - Anusheh Anadil
Lyrics - Durbin Saha
Lyrics
নমাজ আমার হইল না আদায়
নমাজ আমি পড়তে পারলাম না,
দারুণ খান্নাছের দায়।।
ফজরের নমাজের কালে,
ছিলাম আমি ঘুমের ঘোরে
জোহর গেলো আইতে-যাইতে,
আছর গেল কামের দায়।।
মাগরিবের নমাজের কালে,
গিয়াছিলাম গোয়ালঘরে
গাভী রইলো হাওরেতে,
বাছুর আমার বান্ধা নায়।।
এশার নমাজ কালে,
বিবি বলে চাউল ফুরাইছে
ছেলে মেয়ের কান্দন শুনে,
কান্দে পাগল দুর্বিন শায়।।