নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয়....
Song details
Song -নিচে পদ্ম চরকবাণে | Niche Poddo Charokbane
Singers - Tuntun Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয় যুগল মিলন।
জানলিনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।।
স্ত্রী পুংলিঙ্গ ভবে নপুংসক না সম্ভবে
যে লিঙ্গ ব্রহ্মাণ্ড ‘পরে কি দিব তুলনা তারে।
রসিকজনা জানতে পারে
অরসিকে চমৎকারা।।
সামর্থ্যকে পূর্ণ জেনে বসে আছো সেই গুমানে।
যে রতিতে জন্মে মতি সে রতির কি আকৃতি।
যারে বলে সুধার পতি
ত্রিলোকের সেই নিহারা।।
শোণিত শুক্র চম্পাকলি কোন স্বরূপ কাহারে বলি।
ভৃঙ্গরতির করো নিরূপণ
চম্পাকলির অলি যে জন।
গুরু ভেবে কহে লালন
কিসে যাবে তারে ধরা।।
- আছে দুঃখ আছে মৃত্যু বিরহদহন লাগে |Aachhe Dukkho Aachhe Mrityu
- আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে | Aabar Shrabon Elo Phire
- আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া | Amar Bhuban Kaan Pete Roy
- একটুখানি দাও অবসর বসতে কাছে | Ektukhani Dao Abasor Baste Kache
- ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে | O SHAPLA PHUL NEBO NA
- কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া |KUHU KUHU KUHU KUHU KOYELIA