নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয়....
Song details
Song -নিচে পদ্ম চরকবাণে
Singers - Tuntun Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয় যুগল মিলন।
জানলিনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।।
স্ত্রী পুংলিঙ্গ ভবে নপুংসক না সম্ভবে
যে লিঙ্গ ব্রহ্মাণ্ড ‘পরে কি দিব তুলনা তারে।
রসিকজনা জানতে পারে
অরসিকে চমৎকারা।।
সামর্থ্যকে পূর্ণ জেনে বসে আছো সেই গুমানে।
যে রতিতে জন্মে মতি সে রতির কি আকৃতি।
যারে বলে সুধার পতি
ত্রিলোকের সেই নিহারা।।
শোণিত শুক্র চম্পাকলি কোন স্বরূপ কাহারে বলি।
ভৃঙ্গরতির করো নিরূপণ
চম্পাকলির অলি যে জন।
গুরু ভেবে কহে লালন
কিসে যাবে তারে ধরা।।