নিশি ভোর হল জাগিয়া, পরান–পিয়া
ডাকে ‘পিউ কাঁহা’ পাপিয়া, পরান–পিয়া।।
ভুলি’ বুলবুলি –সোহাগে
কত....
Song details
Song -নিশি ভোর হল জাগিয়া, পরান–পিয়া | NISHI BHOR HOLO JAGIYA, PARAN PIYA
Singers - Angurbala Debi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
নিশি ভোর হল জাগিয়া, পরান–পিয়া
ডাকে ‘পিউ কাঁহা’ পাপিয়া, পরান–পিয়া।।
ভুলি’ বুলবুলি –সোহাগে
কত গুল্বদনী জাগে
রাতি গুল্সনে যাপিয়া, পরান–পিয়া।।
জেগে রয়, জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুল–শয়ন পাতিয়া, পরান–পিয়া।।
গেয়ে গান চেয়ে কাহারে
জেগে র’স কবি এপারে
দিলি দান কারে এ হিয়া, পরান–পিয়া।।
- আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি | Ami Sundar Nahi
- আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি | ASILE E BHANGA GHORE KE MOR RANGA ATITHI
- ঈদ মোবারক হো | Eid mubarak ho
- এ–কূল ভাঙে ও–কূল গড়ে এই তো নদীর খেলা | E KUL BHANGE O KUL GARE
- ও তুই উলটা বুঝলি রাম | O Tui Ulta Bujhli Ram
- কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি | KENO KARUN SURE HRIDAYPURE