নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।
চিনিতে বলেছেন খোদে সেই....
Song details
Song -নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়
Singers - Arup Rahee
Lyrics - akir Lalon Shah

For more details click here
Lyrics
নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
যে নবি পারের কান্ডার
জিন্দা সে চারযুগের উপর।
হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্য কয়।।
কোন নবি হইলো ওফাত
কোন নবি বান্দার হায়াত।
লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়।।
যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধর।
লালন বলে পারের কারো সাধ যদি হয়।।