নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল
কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুঁজে তল……
নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো....
Song details
Lyrics
নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল
কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুঁজে তল……
নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল
কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুঁজে তল ।
তুমি যাবে কি ময়ূরাক্ষীতে
হাতে হাত রেখে জলে নাওয়া….
যে ভালোবাসার রং জ্বলে গেছে
সেই রংটুকু খুঁজে পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়……..
নদীর জলে ভালোবাসা খোজার কোন অর্থ কি হয়।
কণ্যা আমার কথা শোনো
নদীর প্রান্তরে বন জংগলে…ভালোবাসা নেই কোন ।
ভালোবাসা থাকে চোখের মাঝে
চোখে চোখে শুধু চাওয়া..
তাই চোখের জলে তোমার আমার
ভালোবাসা খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়……….
নদীর জলে ভালোবাসা খোঁজার কোন অর্থ কি হয়।
…………………………
Song: Nodir Naam Moyurakkhi
Film Title: Amar Ache Jol
Artist: Monir Khan & Kanak Chapa
Lyricist: Humayun Ahmed
Director: Humayun Ahmed