নুরজাহান নুরজাহান
সিন্ধু নদীতে ভেসে
এলে মেঘলামতির দেশে
ইরানি গুলিস্তান ।।
নার্গিস লালা গোলাপ আঙ্গুর....
Song details
Song -নুরজাহান নুরজাহান
Singers - Nashid Kamal
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
নুরজাহান নুরজাহান
সিন্ধু নদীতে ভেসে
এলে মেঘলামতির দেশে
ইরানি গুলিস্তান ।।
নার্গিস লালা গোলাপ আঙ্গুর লতা
শিরি ফরহাদ শিরাজের উপকথা
এনেছিলে তুমি তনুর পিয়ালা ভরি
বুলবুলি দিলরুবা রবারের গান ।।
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজাধিরাজ ,
চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক লাজ ।
যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে
যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে
দেবে চিরদিন নন্দন লোকচারী
তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান ।