ও বাঁশীতে ডাকে কে
শুনেছি যে আজ,
মোর পরাণ কাড়িতে চায়
সে রাখাল রাজ।
তার....
Song details
Song -ও বাঁশীতে ডাকে কে শুনেছি যে আজ
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
ও বাঁশীতে ডাকে কে
শুনেছি যে আজ,
মোর পরাণ কাড়িতে চায়
সে রাখাল রাজ।
তার কাছে যেতে যদি কাঁটা বেঁধে পায়,
যদি শাশুড়ী ননদী মুখে কালি দিতে চায়,
তবু নিকটে যাইব তার না মানি সমাজ।
যাক কুল যাক মান
ক্ষতি নাহি তায়,
এ পোছা পরাণ আমি,
সঁপিব ও পায়।
মিটাইতে সাধ মিছে মানি লোক লাজ।
…………………….
Song : O Banshi Te Dake Se
Film: Suryamukhi (1956)
Singer : Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder