এ আড়াল সহিতে পারি না
ওগো অকরুণ।
যে আঘাত দাও বহিতে পারি না
ওগো....
Song details
Song -এ আড়াল সহিতে পারি না ( ওগো অকরুণ )
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
এ আড়াল সহিতে পারি না
ওগো অকরুণ।
যে আঘাত দাও বহিতে পারি না
ওগো অকরুণ।
সেই তো আমার সঞ্চয়
বেদনার মাঝে যা দিলে
আমারে কাঁদায়ে জানি গো।
নিজেও যে শেষে কাঁদিলে
এ আঁধারে আর বহিতে পারি না
ওগো অকরুণ।
তোমার মতই একাকী
আমি প্রতিটি নিমেষে কাঁদিব
তোমার আমার মাঝে গো
আমি কেমনে বা সেতু বাঁধিব।
হায় ব্যথার রাখাল চিরদিন
পবাণে যে বাঁশী বাজালে
শ্রাবণ বেলার কালো মেঘ
মোর ফাগুন আকাশ সাজালে
নিজেরে যে আর দহিতে পারি না
ওগো অকরুণ।
……………………
Song: Ogo Akarun
Movie: Suryatoran
Artist: Sandhya Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Filmstar: Uttam Kumar/Suchitra Sen/Bikash Roy/Bhanu Banerjee/Kali Banerjee/Kamal Mitra/Asit Baran/Tulsi Chakraborty/Sobha Sen
Director: Agradoot