ঐ কালার কথা কেন বলো আজ আমায়।
যার নাম শুনিলে আগুন জ্বলে
অঙ্গ....
Song details
Song -ঐ কালার কথা কেন বলো আজ আমায় | Oi Kalar kotha Kan Aj Amay
Singers - Ashalota
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
ঐ কালার কথা কেন বলো আজ আমায়।
যার নাম শুনিলে আগুন জ্বলে
অঙ্গ জ্বলে যায়।।
তুমি বৃন্দে নামটি ধরো
জলে অনল দিতে পারো।
রাধারে ভোলাতে তোমার
এবার বুঝি কঠিন হয়।।
যে কৃষ্ণ রাধার অলি
তারে ভোলায় চন্দ্রাবলী।
সে কথা আর কারে বলি
ঘৃণায় আমার জীবন যায়।।
শতেক হাঁড়ির ব্যাঞ্জন চাখা
রাই বলে ধিক তারে দেখা।
লালন বলে এবার বাঁকা
সোজা হবে মানের দায়।।