(মা) ওমা তোর ভুবনে জ্বলে এত আলো
আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো॥....
Song details
Song -ওমা তোর ভুবনে জ্বলে এত আলো | OMA TOR BHUBANE JWALE ETO ALO
Singers - Mrinalkanti Ghosh
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
(মা) ওমা তোর ভুবনে জ্বলে এত আলো
আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো॥ ….
মা সর্বলোকে শক্তি ফিরিস নাচি
ওমা আমি কেন পঙ্গু হয়ে আছি
ওমা ছেলে কেন মন্দ হল জননী যার ভালো॥
তুই নিত্য মহা প্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি
চির শুন্য রইল কেন আমার ভিক্ষা ঝুলি।
বিন্দু বারি পেলাম না মা সিন্ধুজলে রয়ে
মা ও তোর চোখের কাছে পড়ে আছি চোখের বালি হয়ে
মোর জীবন্মৃত এই দেহে মা চিতার আগুন জ্বালো॥
- নন্দ দুলাল নাচে নাচে রে হাতে সরের নাড়ু নিয়ে নাচে | Nanda Dulal Nache Nache Re
- ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস | JHARA PHUL DOLE KE ATITHI
- বসন্ত এলো এলো এলো রে | Basanta Elo Elo Elore
- মম তনুর ময়ূর-সিংহাসনে | Momo Tonur Moyur-Singhasone
- মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে নয়ন দিয়ে | MON DIIYE JE DEKHI TOMAY
- শাওন আসিল ফিরে | Shaon Ashilo Firey