ওরে ও বাঁশীওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে যে আর পারিনা
হায়রে পিরিত মানেই যন্ত্রনা
ওরে ও মধুবালা
তুমি যে গলার মালা
তোমায়....
Song details
Lyrics
ওরে ও বাঁশীওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে যে আর পারিনা
হায়রে পিরিত মানেই যন্ত্রনা
ওরে ও মধুবালা
তুমি যে গলার মালা
তোমায় ছাড়া বাঁচি না
হায়রে পিরিত মানেই বাসনা
বৈশাখে হলো দেখা
বর্ষাতে পরিচয়
শরতে হলো প্রেম
লাগে যে মধুময়
করবো কি বলো
আমি হেমন্তে
শীত বসন্ত
তুমি বিনা কাটেনা
দিবসে ছবি আঁকে
নিশিতে স্বপনে
মিশে আছো তুমি
জীবনে মরনে
এ প্রেমের বলো
হবে কি পরিনাম
প্রেমের পরিনাম ভেবে কেউ
প্রেম করে না
………………………….
Song: Ore O Basiwala
Cast: Anju & Javed
Singer: Kumar Bishwajit & Anju
Lyricist: Ahmed Jaman Chowdhury
Music: Subal Das
Movie: Norom Gorom
Director: F. Kabir Chowdhury