পাখি রে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকুল হয়ে
মরে যেতে....
Song details
Song -পাখি রে তুই দূরে থাকিলে
Singers - Subir Nandi
Lyrics - Khan Ataur Rahman
Lyrics
পাখি রে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকুল হয়ে
মরে যেতে চায়
পাখি রে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে।।
পাখি রে তুই
পাখি রে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে।।
মনে মনে তোমায় ডাকি সারা বেলা
তা-কি জানো না
যদি কোন দিন আমার পাখি আমায় ফেলে
উড়ে চলে যায়
এক একা রব নিরালায়।।
পাখি রে তুই কবে আমার আপন হবি
কিছুই জানি না
……….
সুবীর নন্দী