পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে
আবেশে মন ভরে থাক না,
সোনালী এ দিন যায় রূপালী এ রাত....
Song details
Song -পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে
আবেশে মন ভরে থাক না,
সোনালী এ দিন যায় রূপালী এ রাত যায়
তারা স্বপ্নে ফুরিয়ে যাক—যাক না।
আজ প্রাণের কথা গানের কথায় রঙ ঝরাক…
ফুলের কানে নিমন্ত্রণের সুর ছড়াক,
ছন্দে সুরে সুবে ঐ ডাকে আমায় দূরে
কোন প্রজাপতির ব্যাকুল দুটি পাখনা।
মোর ভাল লাগাতে এই চমক জাগাতে
কোন ফাগুন এল আজ জানিনা,
তাই কোন বাধা কোন লাজ মানিনা।
আজ কামরাঙ্গা বন অনুরাগে মন রাঙায়…
কোন কামনারই ছোঁয়ায় আমার ঘুম ভাঙায়,
অলির পাখায় উড়ে আর ফুলের পাড়া ঘুরে
এই হৃদয় আমার খুশির পরশ পাক না।
…………………………
Song :- Pakhir Kujan Shune
Film :- Trijama
Artist :- Sandhya Mukherjee
Music Director :- Nachiketa Ghosh
Lyricist :- Gauriprasanna Mazumder