পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে....
Song details
Song -পার করো হে দয়াল চাঁদ আমারে | Par Koro He Doyal Chad Amare
Singers - Farida Parveen
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভব-কারাগারে।।
পাপী অধম জীব হে তোমার
তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে।
পতিতপাবন পতিতনাশন
বলবে কে আজ তোমারে।।
না হইলে তোমার কৃপা
সাধন সিদ্ধি কোথা বা কে করতে পারে।
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দাও মোর অন্তরে।।
জলে স্থলে সর্ব জায়গায়
তোমারই সব কীর্তিময় ত্রিবিধ সংসারে।
তাই না বুঝে অবোধ লালন
প’লো বিষম ঘোরতরে।।