পারে কে যাবি নবির নৌকাতে আয়।
রূপকাষ্ঠের নৌকাখানি নাই....
Song details
Song -পারে কে যাবি নবির নৌকাতে আয়
Singers - Nobonita Chowdhury
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
পারে কে যাবি নবির নৌকাতে আয়।
রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।।
বেসরা নেয়ে যারা
তুফানে যাবে মারা একই ধাক্কায়।
কি করবে বদর গাজী থাকবে কোথায়।।
নবি না মানে যারা
মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়।
ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।।
যেহি মুর্শিদ সেইতো রাসুল
ইহাতে নাই কোন ভুল,
খোদাও সে হয়।
লালন কয় না এমন কথা কোরানে কয়।।