পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর || ....
Song details
Lyrics
পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর ||
তুই যে আমার দখিনা বাঁশি
শরতের আকাশে পূর্ণ শশী ||
বাসরে ফুলের হাসি
তোরে ছাড়া জীবন আমার
ধুধু বালুচর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর
পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর।
[তুই যে বরষায় উজান ভাটি
চৈতি রাতে শীতল পাটি ||
সুখেরই জিয়ন-কাঠি
তোরে ছাড়া ফাগুন মাসে
বৈশাখী ঝড়
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর
পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর ||
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর ||
…………………………
Song: Piritir Chotto Ghore
Singer: Andrew Kishore & Sabina Yasmin
Lyricist: Khoshnur Alamgir
Composer: Anwar Parvez
Movie: Nishpap
Cast: Alamgir & Champa