পৃথিবীর যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মনে হয় তোমাকে
আমি জনম-জনম ধরে চেয়েছি
পৃথিবীর যত সুখ,
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে....
Song details
Lyrics
পৃথিবীর যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মনে হয় তোমাকে
আমি জনম-জনম ধরে চেয়েছি
পৃথিবীর যত সুখ,
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মনে হয় তোমাকে
আমি জনম-জনম ধরে চেয়েছি।
শুধু যে তোমারই সাথী হতে
আমি তো এসেছি এ জগতে
এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কিছু নাই আর
তোমারই কাছে আমি রয়েছি
ও জীবনে মরনে সাথী হয়েছি
মনে হয় তোমাকে
আমি জনম-জনম ধরে চেয়েছি
পৃথিবীর যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি।
জেনেছি তো এ জীবনে আমি
তুমি এই প্রাণের চেয়ে দামি
জীবনে তো ফুরাবে না আসা
মরণেও রবে ভালোবাসা
জীবনে মরনে সাথী হয়েছি
ও তোমারই কাছে, আমি রয়েছি
মনে হয় তোমাকে
আমি জনম-জনম ধরে চেয়েছি
পৃথিবীর যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
লা লা লা .লা লা লা
লা লা লা লা লা লা
হে হে হে আ হা হা
আহা হা হা হা হা হা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা।
…………………………
Song: Prithibir Joto Sukh
Singer: Andrew Kishore & Sabina Yasmin
Lyricist: Mohammad Rafiquzzaman
Composer: Ahmed Imtiz Bulbul
Movie: Sohozatri
Cast: Iliash Kanchan & Champa
Director: Ajharul Islam Khan