প্রজাপতি লিরিক্স:
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
....
Song details
Lyrics
প্রজাপতি লিরিক্স:
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে
এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে
নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো(২)
করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
…………………..
Song: Projapoti | প্রজাপতি
Singer : Habib Wahid , Kona
Album : Projapoti
Lyric :Kabir Bakul
Tune & Music : Habib Wahid