রাত কেন তন্দ্রা হারা
মন কেন উদাস করা
গলা কেন ধরা ধরা
জানি জানি করে আমি জানিনে..
কিছু বুঝিনে হায়… রাত....
Song details
Lyrics
রাত কেন তন্দ্রা হারা
মন কেন উদাস করা
গলা কেন ধরা ধরা
জানি জানি করে আমি জানিনে..
কিছু বুঝিনে হায়… রাত কেন তন্দ্রা হারা |
চোখের খেলা শুরু হল
কান্না হাসির ঝিলিক এল
নোঙর আমার ঘুলে গেল
পালে আমার হাওয়া এল
কীসে এল..কীসে গেল..কীসে হল
জানি জানি করে আমি জনিনে |
ও গুরু গুরু গুরু গুরু ডাকে
ও দুরু দুরু দুরু দুরু বুকে
ও শন্ শন্ শন্ শন্ হাওয়া
ও হারাল হারাল বলে চাওয়া
চাওয়া চাওয়া চাওয়া…পাওয়া পাওয়া পাওয়া
চাওয়া পাওয়া, পাওয়া চাওয়া
জানি জানি করে আমি জানিনে………….
কিছু বুঝিনে হায়…. রাত কেন তন্দ্রা হারা |
ছল ছল আঁখি ধারা কেন বহে যায়
গোপনে নয়ন কোণে মুকুতা গড়ায় গো
কেন বহে যায় ?
…………………………
Song: Raat Keno Tandra Hara
Singer: Mrinal Mukherjee
Lyricist & Composition: Tapan Sinha
Movie: Ekhani
Director: Tapan Sinha