রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা- বহু দূর,
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর ....
Song details
Lyrics
রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা- বহু দূর,
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর
দূরে আরও দূরে- হারিয়ে চল
মেঘেদের ছায়াতলে,
সুখে আরও সুখে- তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
দূরে আরও দূরে তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
লা-লা-লা-লা-লা
টুপ টাপ ঝুপ করে এল- রাতের শেষে
চুপ চাপ ঘুম পরীদের দেশে
হঠাৎ সুখ গুলো এল
স্বপ্ন দেশে
রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা- বহু দূর,
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর,,,
দূরে আরও দূরে- হারিয়ে চল
মেঘেদের ছায়াতলে,
সুখে আরও সুখে- তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
দূরে আরও দূরে তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
লা-লা-লা-লা-লা
টুপ টাপ ঝুপ করে এল- রাতের শেষে
চুপ চাপ ঘুম পরীদের দেশে
হঠাৎ সুখ গুলো এল
স্বপ্ন দেশে
দূরে আরও দূরে হারিয়ে চল
মেঘেদের ছায়াতলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখ
স্বপ্নেরা ডানা মেলে
রোদেলা দূপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা বহু দূর
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর
………………………
Song Name : Rodela Dupur
Singer : Tahsan & Mithila
Lyrice : Mithila
Tune : Tahsan
Album: The Hit Album