সত্যম শিবম সুন্দরম হে তুমি
প্রাণে প্রাণে পঞ্চপ্রদীপ জ্বালো।
বিষের ভাণ্ড যে হাতে
সেই....
Song details
Song -সত্যম শিবম সুন্দরম হে তুমি
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
সত্যম শিবম সুন্দরম হে তুমি
প্রাণে প্রাণে পঞ্চপ্রদীপ জ্বালো।
বিষের ভাণ্ড যে হাতে
সেই হাতে তোমার প্রভু অমৃত ঢালো।।
প্রভু তোমারই এ নিখিলে
আমার আমার বলে
কেন হয় মন পাপে কালো।।
প্রভু মিটায়ে জীবন-তৃষ্ণা
তুমি পথ তুমি যে দিশা
সমুখে আঁধার নিশা
করুণায় করো হে আলো।।
…………………………
Song : Satyam Shibam Sundaram He/সত্যম শিবম সুন্দরম হে
Movie : Jiban Trishna (1957)
Singer : Hemanta Mukherjee
Music Director : Bhupen Hazarika
Lyricist : Gauri Prasanna Mazumder
Director : Asit Sen
Starcast : Suchitra Sen, Uttam Kumar, Bikash Roy, Pahari Sanyal, Jahar Ganguly, Bhanu Bandopadhyay, Chandrabati Devi & Others.