সেই কালাচাঁদ নদেয় এসেছে ।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।।
মজবি....
Song details
Song -সেই কালাচাঁদ নদেয় এসেছে
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
সেই কালাচাঁদ নদেয় এসেছে ।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।।
মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তার কেমন রীতি।
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে বুঝিয়েছে।।
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়।
রাধা বলে কাঁদছে এখন
তারে কতো কাঁদিয়েছে।।
ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হলো।
লালন বলে চিহ্ন কেবল
দুনয়ন বাঁকা আছে।।