শরমে জড়ানো আঁখি
মুখপানে মেলে রাখি,
বল কিছু আমি শুনি
আবেশে হৃদয় পাবার মোহে
স্বপ্নের জাল বুনি ||....
Song details
Lyrics
শরমে জড়ানো আঁখি
মুখপানে মেলে রাখি,
বল কিছু আমি শুনি
আবেশে হৃদয় পাবার মোহে
স্বপ্নের জাল বুনি ||
যায় যদি যায় রাত যাক না
তবু হাতের পরশ হাতে থাক না ||
শোনাব তোনায় আমার গানে
স্বপনের ফাল্গুনি।
শরমে জড়ানো আঁখি
মুখপানে মেলে রাখি,
বল কিছু আমি শুনি
আবেশে হৃদয় পাবার মোহে
স্বপ্নের জাল বুনি
তুমি শোনাবে আমি শুনব
তুমি দোলাবে… আমি দুলব ||
তোমার হাসি তোমার ছোঁয়ায়
চিরদিনেই ভুলব।
মুখপানে চেয়ে তুমি হাসলে…
মনে হয় বুঝি ভালবাসলে ||
নীরবে না হয় দুজনে মিলে
আকাশের তারা গুনি।
শরমে জড়ানো আঁখি
মুখপানে মেলে রাখি,
তবু হাতের পরশ হাতে থাক না
যায় যদি যায় রাত যাক না
…………………………
Song: Sharame Jarano Ankhi
Artist: Sandhya Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Filmstar: Uttam Kumar, Arundhati Debi, Nirmal Kumar, Asit Baran
Director: Mangal Chakraborty