সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার....
Song details
Lyrics
সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছেনা আর
গোপনে আঁচলে মুখ লুকিয়ে
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছেনা আর
গোপনে আঁচলে মুখ লুকিয়ে
শুধু শূণ্যে চেয়ে থাকে
যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না
দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার
গুমড়ে গুমড়ে যায় হাহাকার
দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার
গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না
সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না
Shei Rail Liner Dharey Metho Pothatar Lyrics:
sei rellyner dhare metho pathter pade dandie
ek madhyavaisi naari ekhano royas haath barie
sei rellyner dhare metho pathter pade dandie
ek madhyavaisi naari ekhano royas haath barie
khoka firve, ghare firve
kave firve, na ki firve na
khoka firve, ghare firve
kave firve, na ki firve na
drushti thek taar vrushti gamee kave shukie
se to ashru moche na aar gopne anchale mukh lukie
drushti thek taar vrushti gamee kave shukie
se to ashru moche na aar gopne anchale mukh lukie
shudhu shoonye chay thake yen akasher sima charie
khoka firve, ghare firve yen marner sima charie
sei rellyner dhare metho pathter pade dandie
ek madhyavaisi naari ekhano royas haath barie
dassi cele sei yuddhe gale, firlo na aar
ajo shunya hriday taar gumre gumre ya haahaakar
dassi cele sei yuddhe gale, firlo na aar
ajo shunya hriday taar gumre gumre ya haahaakar
khoka asve, ghare asve lakho marner sima charie
khoka firve, ghare firve lakho marner sima charie
sei rellyner dhare metho pathter pade dandie
ek madhyavaisi naari ekhano royas haath barie
sei rellyner dhare metho pathter pade dandie
ek madhyavaisi naari ekhano royas haath barie
khoka firve, ghare firve
kave firve, na ki firve na
khoka firve, ghare firve
se ki firve, na ki firve na
………………………
Song: সব কটা জানালা খুলে দাওনা | Shei Rail Liner Dharey
Singer : Sabina Yasmin | সাবিনা ইয়াসমিন
Lyric : Mohammad Rafiquzzaman
Composition & Music: Alam Khan