(এখন তুমি কোথায় আছো? জানিনা। যেখানেই থাকো, ভালো আছো
তো? মনে পড়ে কি সেই রাতের কথা)....
Song details
Song -শেষ ট্রামে দুজনাতে
Singers - Bappi Lahiri
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
(এখন তুমি কোথায় আছো? জানিনা। যেখানেই থাকো, ভালো আছো
তো? মনে পড়ে কি সেই রাতের কথা)
শেষ ট্রামে দুজনাতে ফাগুনের একরাতে
দেখা হয়ে গেল তিনটি বছর পরে
জানি না কেমন করে এমন যে হলো।
বললে আমায় তুমি আছো গো কেমন
উত্তরে বললাম রেখেছো যেমন।
মনে সুখের এক ঝড় বয়ে গেল।।
স্টপেজ পেরিয়ে গেল নামা হলো না
কথা বলে কথা শেষ করা গেল না।
ট্রামটা ডিপোর কাছে এসে দাঁড়ালো
শেষে ট্রামে দুজনাতে ফাগুনের একরাতে
দেখা হয়েছিল,
দেখা তো হলো না আর
স্মৃতিটুকু শুধু তার বুকে রয়ে গেল।
…………………………
Song : Shesh Trame Dujonate
Album : Tomake Aami Bhalobesechhi
Artist : Bappi Lahiri
Lyricist : Pulak Bandyopadhyay