সজনী জলে গিয়াছিলাম একেলা
রাখচে না গো শ্যামকালা
একাকিনী পাইয়া বন্ধে গো
করিয়াছে রসের খেল....
Song details
Song -সজনী জলে গিয়াছিলাম একেলা
Singers - Radharaman Dutta
Lyrics - Radharaman Dutta
Lyrics
সজনী জলে গিয়াছিলাম একেলা
রাখচে না গো শ্যামকালা
একাকিনী পাইয়া বন্ধে গো
করিয়াছে রসের খেল ।।
জল ভরিতে গিয়াছিলাম আমি এক অবলা
এগো পরানে বন্ধু রক্তে রসে গো
বন্ধু মনচোরে করে উতলা
রাখছে না গো শ্যামকা ।।
ভাইবে রাধারমন বলে শোন গো অবলা
এগো তোরে নিষেধ করি ও নাগরী
যাইছ না জলে একেলা ।।