এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট....
Song details
Lyrics
এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা চির হরি চোখে বিহ্বলতা
ভালোবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
বিভোর সুখে প্রকৃতির রূপ
অপলক সব চেয়ে রয়
সন্ধ্যের ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে
অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
ছায়াঘেরা অনন্যতা চির হরি চোখে বিহ্বলতা
ভালোবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
………………………
Song: Shukno Pata
Singer : Mila
Album : Bonno
Lyric & Tune : Kazi Nazrul Islam, Fuad, Upol
Music : Fuad