সত্য বল সুপথে চল
ওরে আমার মন।
Song details
Song -সত্য বল সুপথে চল ওরে আমার মন
Singers - Shofi Mondol
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
সত্য বল সুপথে চল
ওরে আমার মন।
সত্য সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন।।
খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যেজন
বসে কেনে প্রেমরতন।।
পরের দ্রব্য পরের নারী হরণ করোনা
পারে যেতে পারবে না।
যতবার করিবে হরণ
ততোবার হবে জনম।।
লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে।
সই হলো না একমন দিতে
আসলেতে প’লো কম।।