সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য....
Song details
Lyrics
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
থাকবে নাকো দুঃখ-দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি হৃদয়ে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন
থাকবে নাকো দুঃখ-দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি হৃদয়ে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেবো পাহারা
যেথায় তোমার সীমান্ত
তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য
অপূর্ব রূপসী, রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য
Shundor Shuborno Tarunno Labonno Lyrics:
Shundor Shuborno Tarunno Labonno
Opurbo Ruposhi Rupete Ononno
Amar Duchokh Bhora Shopno
O Desh Tomari Jonno ||
Thakbenako Dukkho Daridro
Bibhed Bedona Krondon
Protiti Ghore Aaki Proshanti
Aaki Shukher Spondon |
Amar Duchokh Bhora Shopno
O Desh Tomari Jonno ||
Tomar Jonno Hobo Duronto
Tomar Jonno Shanto
Prohori Hoye Debo Pahara
Jethae Tomar Shimanto |
Amar Duchokh Bhora Shopno
O Desh Tomari Jonno ||
………………………
Song: সুন্দর, সুবর্ণ তারুণ্য, লাবণ্য | Shundor Shuborno Tarunno Labonno
Singer : Sabina Yasmin | সাবিনা ইয়াসমিন
Lyrics & Tune : Ahmed Imtiaz Bulbul