তারার চোখে ঘুম নেমেছে
রাতও ঘুমায় ঐ
খুঁজি তোমায় চাঁদ যে শুধায়
হায় গো তুমি কই। ....
Song details
Song -তারার চোখে ঘুম নেমেছে রাতও ঘুমায় ঐ
Singers - Shyamal Mitra
Lyrics -
Lyrics
তারার চোখে ঘুম নেমেছে
রাতও ঘুমায় ঐ
খুঁজি তোমায় চাঁদ যে শুধায়
হায় গো তুমি কই।
জানিনা কে কাঁদায় মোরে,
মালা কেন যায় গো ঝরে
তবুও আমি বাসরে একা একা জেগে রই।
করায় পাতা ব্যাকুল বাতাস
বকুল বনে গো,
আহা তার সেই হাহাকার
বাজে মনে গো।
বুঝিনা তো কি যে ভেবে…….
ক্লান্ত হয়ে প্রদীপ নেভে,
তবুও যেন নীরবে হাসিমুখে ব্যথা সই।
…………………………
Song: Tarar Chokhe Ghum Nemeche Raato Ghumay Oi
Film Title: Jay Maa Kali Bording
Artist: Shyamal Mitra
Music Director: Shyamal Mitra
Lyricist: Gauriprasanna Mazumder