তৌহিদেরো মুর্শিদ আমার মোহাম্মদের নাম
মুর্শিদ মোহাম্মদের নাম।
ঐ নাম জপলেই বুঝতে পারি, খোদায়ী কালাম
মুর্শিদ মোহাম্মদের নাম।।
ঐ....
Song details
Song -তৌহিদেরো মুর্শিদ আমার মোহাম্মদের নাম | TAUHIDERI MURSHID AMAR MOHAMMADER NAAM
Singers - Abbas Uddin Ahmad
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
তৌহিদেরো মুর্শিদ আমার মোহাম্মদের নাম
মুর্শিদ মোহাম্মদের নাম।
ঐ নাম জপলেই বুঝতে পারি, খোদায়ী কালাম
মুর্শিদ মোহাম্মদের নাম।।
ঐ নামেরই রশি ধরে যাই আল্লার পথে,
ঐ নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে,
ঐ নামের বাতি জ্বেলে দেখি আরশের মোকাম
মুর্শিদ মোহাম্মদের নাম।।
ঐ নামের দামন ধরে আছি আমার কিসের ভয়
ঐ নামের গুনে পাব আমি খোদার পরিচয়।
তাঁর কদম মোবারক যে আমার বেহেশতি তাঞ্জাম
মুর্শিদ মোহাম্মদের নাম।।
- জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো | JAGO JOGMAYA JAGO MRINAMAYI
- তোমার আঁখির মত আকাশের দু’টি তারা | TOMAR ANKHIR MATO AKASHER DUTI TARA
- দোলা লাগিল দখিনার বনে বনে | DOLA LAGILO DAKHINAR BONE
- নমঃ নমঃ নামো বাঙালাদেশ মম | NOMO NOMO NOMO BANGLADESH MAMO
- পরজনমে যদি আসি এ ধরায় | PARAJANAME JADI ASHI E DHORAY
- বাঁকা শ্যামল এলো বন-ভবনে | BANKA SHYAMAL ELO BANA BHABANE