ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি....
Song details
Lyrics
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)
তোরই মতো কোন একটা কেউ,
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়।
তোরই মতো কোন একটা ঢেউ,
ভাসিয়ে আমায়, দূরে নিয়ে যায়।
ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)
আটকে তোকে রাখতে চাইছি খুব,
সকালে আমার, বিকেলে আমার।
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ,
দিনেতে আমার, দুপুরে আমার।
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)
Thik Emon Ebhabe Lyrics :
Thik Emon Ebhabe
Tui theke ja shobhabe
Ami bujhechi khoti nei..
Ar tui chara goti nei
Chuye de angul, fute jaabe ful
Bhije jabe gaa
Kotha dewa thak
Gele jabi chokher baire na (x2)
Tori moto kono ekta keu
Kotha diye jaay,
Chaya hoye jaay
Tori moto kono ekta dheu
Bhashiye amay
Dure niye jaay
Aatke toke rakhte chaichi khub
Shokale amar, Bikele amar
Tui daak na dile thakbo ami chup
Dine te amar, Dupure amar