তোমার ভূবনে মাগো এত পাপ,
একি অভিশাপ, নাই প্রতিকার?
মিথ্যারই জয় আজ, সত্যের নাই তাই অধিকার....
Song details
Lyrics
তোমার ভূবনে মাগো এত পাপ,
একি অভিশাপ, নাই প্রতিকার?
মিথ্যারই জয় আজ, সত্যের নাই তাই অধিকার ||
কোথায় অযোধ্যা কোথা সেই রাম
কোথায় হারালো গুণধাম,
একি হলো একি হলো,
পশু আজ মানুষেরই নাম |
সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে
শেষ করে দাও এই অনাচার ||
তোমার কঠিন হাতে বজ্র কি নাই
হিংসার করো অবসান,
তোমার এ পৃথিবীতে যারা অসহায়
তুমি মা তাদের করো ত্রাণ |
চরণতীর্থে তব এবার শরণ লবো
দুর্গম এই পথ হব পার ||
…………………………
Song : Tomar Bhubone Mago/তোমার ভুবনে মাগো
Movie : Marutirtha Hinglaj (1959)
Singer : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauri Prasanna Mazumder
Director : Bikash Roy
Starcast : Uttam Kumar, Sabitri Chatterjee, Pahari Sanyal, Chandrabati Devi, Bikash Roy, Sandhya Devi, Asha Devi