তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
আমি....
Song details
Song -তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
Singers - Manna Dey
Lyrics - Sudhin Dasgupta ; Movie: Har Mana Har
Lyrics
তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
আমি বেদের মত সম্মোহিত
আশায় হৃদয় আলোকিত
তোমায় ধরার ইচ্ছেটুকু ফুটছে ধাপে ধাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে
জানোনা কি আগুন তোমার সর্বনাশী দেহে
কাছে গেলেই তুমি হও উদ্যত
বোঝোনা প্রেম বিষ বোঝো যত
তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরুত্তাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
————–
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ সুধীন দাসগুপ্ত
গীতিকারঃ সুধীন দাসগুপ্ত
চলচ্চিত্রঃ হার মানা হার