তোমার দুটি চোখে,
ঐ যে মিষ্টি হাসি,
আমায় কাছে ডেকে
বলে ভালবাসি।
তোমার আমার জীবনে....
Song details
Song -তোমার দুটি চোখে ঐ যে মিষ্টি হাসি
Singers - Geeta Dutt
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
তোমার দুটি চোখে,
ঐ যে মিষ্টি হাসি,
আমায় কাছে ডেকে
বলে ভালবাসি।
তোমার আমার জীবনে আর
এই রাত কি আসবে,
আমায় তুমি আগের মত
আর কি ভালবাসবে…
কেন বাজাও মায়া বাঁশী।
সোনার হরিণ পালিয়ে বেড়ায়
ধরা তারে যায় কি,
বন্ধ খাঁচায় বন্দী পাখী
আকাশ তারে পায় কি…
কাছে ডাকো আজ থাকো পাশাপাশি।
……………………………..
Song : Tomar Duti Chokhe
Movie : Sonar Harin (1959)
Artist : Geeta Dutt
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Mangal Chakraborty
Starcast : Uttam Kumar, Supriya Chowdhury, Chhabi Biswas, Bhanu Bandopadhyay, Tarun Kumar, Kumar Ray