তোমার মদিরা পাত্রে
কত কী দেখেছি আমি |
তোমার কাজল চোখে
কতকী দেখেছি প্রিয়ে,
তোমার....
Song details
Song -তোমার মদিরা পাত্রে
Lyrics - Tapan Sinha
Lyrics
তোমার মদিরা পাত্রে
কত কী দেখেছি আমি |
তোমার কাজল চোখে
কতকী দেখেছি প্রিয়ে,
তোমার আঁখির পাতে
কত কী দেখেছি প্রিয়ে |
চেয়ে চেয়ে গেল বেলা
এখনো শেষ হবে কি
মোদের গানের খেলা,
শেষ নাহি যার…..
তাকে যায় কি কখনো ভোলা ?
গানে গানে পরিচয়
সুন্দরতর হয় |
কত সুন্দরতর,
কত সুন্দর, কত মনোহর,
সুন্দর কত মনোহর,
কত চিরবিরহী অশ্রু বয়ে যায় |
…………………………
Song : Tomar Mondira Patre
Movie : Char Choritro
Singer :
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Tapan Sinha