তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে -
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে....
Song details
Song -তোমারে লেগেছে এত যে ভালো
Singers - Talat Mahmood
Lyrics - K G Mostafa
Lyrics
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে –
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।
রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী –
কত যে আশায় তোমারি নামে
জ্বালিয়ে আমি রেখেছি দীপালি।
আকুল ভ্রমরা বলে সে কথা
বকুলের কানে কানে।।
এত যে কাছে চেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে –
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায় সে কথা
বাতাসের কানে কানে।।
…………………………
Song : Tomare Legechhe Eto Je Bhalo
Movie : Rajdhanir Buke
Singer : Talat Mahmood
Music Director : Robin Ghosh
Lyricist : K G Mostafa