তোমায় আপন করে রাখবো বলে
ভালো যে বেসেছি
তোমার দুটি চোখের সাগরে আমি
হারিয়ে গিয়েছি
Song details
Song -তোমায় আপন করে রাখবো বলে
Singers - Khalid Hassan Milu & Sabina Yasmin
Lyrics - Gazi Mazharul Anwar
Lyrics
তোমায় আপন করে রাখবো বলে
ভালো যে বেসেছি
তোমার দুটি চোখের সাগরে আমি
হারিয়ে গিয়েছি
আমার আঁচল তলে
তোমায় লুকিয়ে রাখবো
তোমার ঠোঁটের শিরির
আমার অধরে মাখবো
প্রতি নিশ্বাসে আমার অন্তরে
তোমাকে রেখেছি
তোমার বুকের মাঝে
সুখেরই ছোট্ট ঘর
সে ঘরে থেকো তুমি
আসুক না যতই ঝড়
জীবনের সবই তোমার তরে আমি
বিলিয়ে দিয়েছি
…………………………
Song: Tomay Apon Kore Rakhbo Bole
Cast: Naim & Shabnaz
Singer: Khalid Hassan Milu & Sabina Yasmin
Lyricist: Gazi Mazharul Anwar
Music: Anwar Parvez
Movie: Dil
Director: Azizur Rahman