তোমায় শোনাব গান
আমি তাই জেগে থাকি।
ওগো চাঁদ তুমি বলো।
মেঘে কেন ঢাকো আঁখি।।
Song details
Song -তোমায় শোনাব গান
Singers - Satinath Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
তোমায় শোনাব গান
আমি তাই জেগে থাকি।
ওগো চাঁদ তুমি বলো।
মেঘে কেন ঢাকো আঁখি।।
শুধু কি ফুলেরই তরে
তোমার তো আলো ঝরে
জানি গো পাব না সাড়া
তবুও তোমায় ডাকি।।
তোমার আলোয় রাত
জানি সুন্দর হয়।
শিশির তোমার রূপ
বুকে তার তুলে লয়।।
চকোর নীরবে কাঁদে
ও রূপ পরাণে সাধে
তারই পানে চেয়ে আমি
ব্যথা যে হাসিতে ঢাকি।।
…………………………
Song: Tomay Shonabo Gaan
Singer: Satinath Mukhopadhyay
lyrice:Gauri Prasanna Mazumder
movie: Godhuli