তৌহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম ,
মুর্শিদ মোহাম্মদের নাম ।
ঐ নাম জপিলেই বুঝতে পারি খোদা কালাম....
Song details
Song -তৌহীদের মুর্শিদ আমার
Singers - Nancy
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
তৌহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম ,
মুর্শিদ মোহাম্মদের নাম ।
ঐ নাম জপিলেই বুঝতে পারি খোদা কালাম ,
মুর্শিদ মোহাম্মদের নাম ।।
ঐ নামেরই রশি ধ’রে যাই আল্লাহ্র পথে ,
ঐ নামেরই ভেলায় চ’ড়ে ভাসি নূরের স্রোতে ,
ঐ নামেরই বাতি জ্বেলে’দেখি লোহ আরশ-ধামে
মুর্শিদ মোহাম্মদের নাম ।।
ঐ নামের দামন ধ’রে আছি , আমার কিসের ভয়
ঐ নামের গুণে পাব আমি খোদার পরিচয় ;
তাঁর কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম
মুর্শিদ মোহাম্মদের নাম ।।