তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান....
Song details
Lyrics
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর
তোমার এতো ভালোবাসা আমি
বলো কোথায় রাখি
বুকের খাচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার এতো ভালোবাসা আমি
বলো কোথায় রাখি
বুকের খাচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ধরে করিব আদর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
কোন দিনও কইরো না গো
তুমি বন্ধু পর।
…………………………
Song: Tumi Amar Moner Manush
Cast: Salman Shah & Shabnur
Singer: Sabina Yasmin & Rafiqul Alam
Lyricist: Gazi Mazharul Anwar
Composer: Alauddin Ali
Movie: Shopner Prithibi
Director: Badol Khondokar