তুমি তো জানো না আমার এ হাসিতে
কত ব্যথা ঢেকে রেখেছি
তোমারে আমি যে আমার এ বাঁশীতে
কতবার কত ডেকেছি....
Song details
Song -তুমি তো জানো না আমার এ হাসিতে
Singers - Hemanta Mukherjee
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
তুমি তো জানো না আমার এ হাসিতে
কত ব্যথা ঢেকে রেখেছি
তোমারে আমি যে আমার এ বাঁশীতে
কতবার কত ডেকেছি কত নামে কত ডেকেছি।
আকাশে যে রামধনু জাগে
তারে আকাশেই জানি ভাল লাগে
মিছেই আমারই হৃদয়ে,
তারই রঙে ছবি এঁকেছি।
কত নদী মরুতে হারায়,
ছিঁড়ে যায় কত ফুলডোর
না জ্বলিতে নেভে কত দীপ
ওগো সেইটুকু সান্ত্বনা মোর ।
পুড়ে মরে যদি প্রজাপতি
তাতে প্রদীপের কিবা বলো ক্ষতি
তাই নিজেরে লুকায়ে
কত ব্যথা ভুলে থেকেছি ।
…………………………
Song: Tumi To Jano Na Amar E Hashite
Singer: Hemanta Mukherjee
Lyricist: Gauri Prasanna Mazumder
Music: Hemanta Mukherjee
Movie: Suryatoran