কেমন যেন হয়ে গেছি আমি
আমাকেই বুঝিনা,
তোমার চলে যাওয়ায় হৃদয়ে জমে গেছে
অন্যরকম এক বেদনা,
....
Song details
Lyrics
কেমন যেন হয়ে গেছি আমি
আমাকেই বুঝিনা,
তোমার চলে যাওয়ায় হৃদয়ে জমে গেছে
অন্যরকম এক বেদনা,
সুখেরা হারিয়ে গেছে তোমার মতন করে
ভালো নেই আমি তুমিহীনা।
বলোনা হারিয়ে কোথায় তুমি
কোন সুখের সন্ধানে ?
তুমিহীনা এভাবে বাঁচার
আছে কি কোনো মানে ?
তুমি মানে এত কষ্ট জেনেও
আমি তোমাকে ভুলিনা,
ভুল করে ভুলে যেতে গিয়েও আমি
ভুলতে পারিনা।
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন,
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন।
আমার নির্ঘুম রাত্রিরা, আজ বড় অসহায়
চাঁদটাও ভীষন অভিমানে মেঘেতে লুকায়,
অন্ধকার, শুন্যতা আমার সঙ্গী হয়
ভোরের আলো সেতো আলো নয়,
তোমাকে মনে পড়ার ভয়।
বলোনা হারিয়ে কোথায় তুমি
কোন সুখের সন্ধানে ?
তুমিহীনা এভাবে বাঁচার
আছে কি কোনো মানে ?
তুমি মানে এত কষ্ট জেনেও
আমি তোমাকে ভুলিনা,
ভুল করে ভুলে যেতে গিয়েও
তোমায় ভুলতে পারিনা।
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন,
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন।
Tumi Hina:
Kemon jeno hoye gechi ami
Amakei bujhina
Tomar chole jaway hridoye jome geche
Onnorokom ek bedona
Sukhera hariye geche tomar moton kore
Bhalo nei ami tumihina
Bolona hariye kothay tumi
Kon sukher sondhane
Tumihina evabe banchar
Ache ki kono maane
Tumi mane eto kosto jeneo
Ami tomake bhulina
Bhul kore bhule jete giyeo ami
Bhulte parina
Tumi chile jokhon sob chilo rangeen
Tumi nei ekhon sobkichu rongheen
Amar nirghum raatrira aaj boro oshohay
Chandtao vishon obhimane meghete lukay
Ondhokar shunnota amar songee hoy
Bhorer aalo se toh aalo noy
Tomake mone porar bhoy
Bolona hariye kothay tumi
Kon sukher sondhane
Tumihina evabe banchar
Ache ki kono maane
Tumi mane eto kosto jeneo
Ami tomake bhulina
Bhul kore bhule jete giyeo
Tomay Bhulte parina
Tumi chile jokhon sob chilo rangeen
Tumi nei ekhon sobkichu rongheen
……………………
Song : Tumi Hina
Singer : Tahsan Khan
Lyrics & Tune : Arifur Rahman Jony
Drama : Obosheshe