টুপটাপ টুপটাপ টুপটাপ
বৃষ্টি পড়ছে তো পড়ছে তো পড়ছেই
চুপচাপ চুপচাপ চুপচাপ
চেয়ে চেয়ে দুই আঁখি....
Song details
Song -টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে
Singers - Talat Mahmood
Lyrics - Salil Chowdhury
Lyrics
টুপটাপ টুপটাপ টুপটাপ
বৃষ্টি পড়ছে তো পড়ছে তো পড়ছেই
চুপচাপ চুপচাপ চুপচাপ
চেয়ে চেয়ে দুই আঁখি শুধু ঝরছে তো ঝরছেই
এসো না দুজনা আমি আর তুমি
হয়ে যাই মুখর সরস ভুমি
বৃষ্টির ঢাকনায় স্বপ্নের পাখনায়
উড়ে যাই চলে যাই পিছে ফেলে ভাবনা
চুপচাপ চুপচাপ চুপচাপ
টুপটাপ……..
কেন যে বোঝোনা প্রিয়া গো আমার
আকাশ মাটির মিলন বারবার
দুঃখের বরষায় সখ্যের ভরসায়
মিলে যায় মিশে যায় সবুজের বন্যায়
চুপচাপ চুপচাপ চুপচাপ
…………………………
Song: Tup Tap Tup Tap Brishti Podchhe
Film Title: Artap
Artist: Talat Mahmood
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury