ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্বঅঙ্গ তার পুড়ারে
ভাবের ঘরে আলেক শহরে
....
Song details
Lyrics
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্বঅঙ্গ তার পুড়ারে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে..।
আমার আমার ছাড় দমের জিকির কর
তাইলে পাইতে পার খোদা রে
আমার আমার ছাড় দমের জিকির কর
তাইলে পাইতে পার খোদা রে
পাগলা গুরুরূপে নয়ন দিয়েছে যেই জন
তার মরণের ভয় কি আছে রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না
খোঁজ কর আপন দিলে তে
মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না
খোঁজ কর আপন দিলে তে
দেখিলে ছবি পাগল হবি
দেখিলে ছবি পাগল হবি
কোন নিষেধ মানবে না রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
পিরিতি পিরিতি বিষম পিরিতি
পিরিতি কয়জনা জানে রে
পিরিতি পিরিতি বিষম পিরিতি
পিরিতি কয়জনা জানে রে
পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া
পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া
সার্থক জনম তাহার রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে