আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। (x2)
Song details
Lyrics
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। (x2)
জানিনা কি অপরাধে শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ (x2)
কত সুখ পেল বিধি তার এ লিখনে..
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড় কিছু কি গো নাই (x2)
ভালোবাসা রাজার রাজা নয় কি ভুবনে..
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার
সুর খুঁজে পাবো আমি কন্ঠে আমার (x2)
জ্বালো গো আলোর শিখা আঁধারের কোণে..
আমারও তো গান ছিল সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে,
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে….
Amaroto Gaan Chilo Shadh Chilo Mone Lyrics:
Amaroto Gaan Chilo Shadh Chilo Mone
Saraswatir Choron Chuye Thakbo Jibone
Janina Ki Oporadhe Shonate Eshe Gaan
Badha Beena Chire Gelo Venge Gelo Praan
Koto Shukh Pelo Bidhi Taar E Likhone
Amaroto Gan Chilo Shadh Chhilo Mone
Sarasotir Choron Chuye Thakbo Jibone
Tomader Kache Shudhu Jene Jete Chai
Niyotir Cheye Boro Kichu Kigo Nai
Bhalobasha Rajar Raja Noy Ki Bhubone
Valobasha Niye Esho Kachete Amar
Sur Khuje Pabo Ami Konthe Abar
jalogo Aalor Sikha Andharer Kone
……………………………
✤ Song :- AMARO TO GAAN CHILO (আমারো তো গান ছিলো)
✤ Movie :- Dolon Chapa (দোলনচাঁপা)
✤ Singer :- Kishore Kumar
✤ Cast :- PRASENJIT, RANJIT MULLICK, SANDHA ROY, ETC
✤ Lyrics :- Pulak Bandhyapadhya
✤ Music : Kanu Bhattacharya
✤ Director :Sujit Guha