আমি একজন শান্ত শিষ্ট
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
একটি নিয়েই গোলক ধর্ম
দুই পাতেতে নেইকো লোভ
Song details
Song -আমি একজন শান্ত শিষ্ট পত্মী নিষ্ঠ ভদ্রলোক
Singers - Kishore Kumar
Lyrics - Bibhuti Mukherjee
Lyrics
আমি একজন শান্ত শিষ্ট
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
একটি নিয়েই গোলক ধর্ম
দুই পাতেতে নেইকো লোভ
তোমরা প্রেমে পড়তে পারো
ওদের চলন-বলন দেখে
আঁকা ভুরুর বাঁকা ধনু
পারে তোমার মুণ্ডু খেতে
আমি জানি আসলটা কি
কোনটা ফাঁকি কোনটা মেকি
তুমি চেষ্টা করেও পারবেনা তা
আইবুড়োটা হাজার হোক
‘স্ত্রী’ শব্দটি ছোট হলেও
অতিশয় দুর্বোধ্য
কাঁচা মিঠে থাকেন তারা
যখন আসেন সদ্য
তারপরেতে ক্রমে ক্রমে
আসর যত উঠে জমে
প্রিয়া তখন গিন্নী হয়ে
কাঁপিয়ে তুলেন ব্রহ্মলোক
সেই রসে যে মজেছে ভায়া
সে বেল তলাতে আর যাবেনা
যতই কেন ইচ্ছে হোক
বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত
সে বেল তলাতে আর যাবে না
যতই কেন ইচ্ছে হোক
……………..
Bengali Song: Ami Ekjon Shanto Shishto
Singers: Kishore Kumar
Music: Bappi Lahiri
Lyrics: Bibhuti Mukherjee
Movie: Ogo Bodhu Shundori (1981)