মন বসে না কোনো কাজ নেই
মন কি যে চায় জানিনা
ঘুম আসেনা চৈতি হাওয়ায়
ভাবি বসে আঙ্গিনায়
এই মন আন্....
Song details
Lyrics
মন বসে না কোনো কাজ নেই
মন কি যে চায় জানিনা
ঘুম আসেনা চৈতি হাওয়ায়
ভাবি বসে আঙ্গিনায়
এই মন আন্ মনা
বাজবেনা কোনো দিন বাসর সানাই
আর ঝরবেনা ফুলের রাশি
বুকের পিঞ্জর ভেঙ্গে নিয়ে গেছো
তাতে মৃত্যু সর্বগ্রাসী
এই বিবাগী মনের সুরে গেয়েছি
যে গান আজ শুন্ তে কি পাও তুমি
হৃদয়ের চাওয়া পাওয়া হলনা পুরণ
বল কি নিয়ে বাচব আমি
ওওও …..আন মনা
আনমনা মন অবিরত তাকেই খোজে
বিধাতা আমার নিয়ে যাও তারই কাছে
দিলে যে অগ্নিশিখা জ্বালায়ে শীতল বুকে
জ্বলছে যে তিলে তিলে
দাও না মিলন এনে আমার মরণ ডেকে
না হয় মরব দুঃখে
এই বুকেরই রক্তে ভেজা অণুতে কাথা
সৃতি রয়েছে যে পরবাসে
প্রতিনিয়ত কাদে সঙ্গীহীন প্রাণ
নিদারুণ ব্যথায় শোকে
ওওও ……….আন মনা….
…………………………
Song : আনমনা | Anmona
Singer: Ashraf Babu, Ali Ahmed Babu, Sajjad Hussain Palash | Orbit
Lyrics: Ashraf Babu